যবিপ্রবি ছাত্রাবাসে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: জুন ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানার কক্ষে এ ঘটনা ঘটে। রাতভর নির্যাতনের পর গুলি করে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। আহত অবস্থায় তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যবিপ্রবি প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। নির্যাতনের শিকার শাহরীন রহমান প্রলয় (২৪) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তবে অভিযোগ অস্বীকার করে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘ছাত্রলীগে গ্রুপিং ও দ্বন্দ্ব থাকে। এসব গ্রুপিংয়ের কারণে বারবার আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি করা হবে। তদন্ত রিপোর্ট শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫