রাঙ্গামাটির সড়কে ১০ হাজার গাছ লাগাবে সওজ

প্রকাশ: জুন ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গামাটির সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেছে সড়ক ও জনপথ (সওজ)। চলতি বছর জেলার বিভিন্ন মহাসড়কে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকারি এ দপ্তর। গতকাল ভেদভেদীর স্টেকইয়ার্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সওজ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। চলতি বছর সড়কের ১৮০ কিলোমিটার এলাকায় ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হবে বলে জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫