বাংলাদেশের বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে নিয়ে যা বললেন ফিজিও

প্রকাশ: জুন ০৪, ২০২৪

বণিক বার্তা অনলাইন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে শঙ্কা জেগেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচের আগে, ডালাসে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। রানআপ ছাড়া বোলিং শুরু করেছেন। আশা জেগেছে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনের সার্ভিস পাওয়া যাবে।

বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তিনি আরো বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'

পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫