উগান্ডাকে ১৮৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

প্রকাশ: জুন ০৪, ২০২৪

বণিক বার্তা অনলাইন

প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উগান্ডাকে ১৮৪ রানের টার্গেট দিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে মাত্রই আইপিএল জিতে আসা রহমানউল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে দাঁড় করালেন দেড়শ পার করা ওপেনিং জুটি। এতে ধারণা করা হচ্ছিল এ ম্যাচেই হয়ত বিশ্বকাপে প্রথম দুইশ পেরুনো ইনিংস দেখবে ক্রিকেট বিশ্ব। 

তবে কিছুটা হতাশ হতেই হলো আফগানিস্তানের শেষ দিকের ব্যাটিংয়ে। আর উগান্ডা ডেথ ওভারে উপহার দিল পিকচার পারফেক্ট বোলিং। শেষ ৫ ওভারে তারা দিয়েছে মোটে ২৫ রান। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্তান ২০ ওভারে করল ৫ উইকেটে ১৮৩। 

আফগানিস্তানের পক্ষে  ৪৫ বল খেলে মেরেছেন ৪ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৭৬ রান করেন গুরবাজ । আর জাদরান ৪৬ বল খেলে মেরেছেন ৯ চার ও ১ ছক্কায় করেন ৭০ রান। এ দুজনের উদ্বোধনী জুটি তুলল ১৫৪ রান।  এরপর নাজিবুল্লাহ জাদরান ২, গুলবাদিন নাইব ৪ আর আজমতউল্লাহ ওমরজাই ফেরেন ৫ রানে। মোহাম্মদ নবী করেছেন ১৬ বলে ১৪। সবচেয়ে বড় কথা, গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ছাড়া আফগানদের হয়ে বাউন্ডারি হাঁকাতে পারেননি কেউই।

উগান্ডার হয়ে বল হাতে ২টি করে উইকেট পেয়েছেন ব্রায়ান মাসাবা এবং কসমস কুয়েটা। বাকি উইকেট গিয়েছে আলপেশ রামজানির কাছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫