নদীভাঙন রোধ করতে না পারলে কৃষিপণ্য উৎপাদন কমে যাবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: জুন ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, গাইবান্ধা

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন, প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের বিকল্প নেই। ভাঙন রোধ করতে না পারলে কৃষিপণ্য উৎপাদন কমে যাবে।

নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘দেশে ছোট-বড় চার-পাঁচটি নদী রয়েছে। কৃষিপ্রধান দেশের সার্বিক উন্নয়নে নদীগুলো শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম শহর আছে, সেগুলো রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখানে বাঁধ নির্মাণ করা জরুরি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে এখানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫