এক যুগ পর পরিচালনায় ফাল্গুনী হামিদ

প্রকাশ: জুন ০৩, ২০২৪

ফিচার প্রতিবেদক

অনেকটা অভিমান করেই দীর্ঘ এক যুগ নাট্যনির্মাণ থেকে দূরে ছিলেন গুণী অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা ফাল্গুনী হামিদ। তবে শিল্প-সংস্কৃতির সঙ্গে যাদের ওঠা বসা, নিত্য পথচলা, তারা হয়তো খুব বেশিদিন অভিমান করে দূরে সরে থাকতে পারেন না। নিজের মনের গভীর থেকে টান অনুভব করে নিজের দায়িত্বশীলতার জায়গা থেকেই হয়তো একটা সময় সব অভিমান ভুলে সংষ্কৃতির কল্যাণেই আবার ফিরে আসেন ভালো লাগার জায়গায়। তাই এক যুগ পর পরিচালনায় ফাল্গুনী হামিদ দীপ্ত টিভির জন্য নির্মাণ করছেন নাটক।

১ জুন থেকে তিনি এ ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করছেন বিশেষ নাটক ‘আমাতে অস্পষ্ট তুমি’। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফাল্গুনী হামিদ। এতে গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাল্গুনী হামিদেরই মেয়ে তনিমা হামিদ। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন মিলি বাশার, শফিক খান দিলু, জাহিদ হাসান, আহসান হাবিব নাসিম প্রমুখ। 

ফাল্গুনী হামিদ বলেন, ‘একটু একটু করে দীর্ঘদিনে যেভাবে আমার ক্ষেত্রটা অভিনয়ে ও নির্মাণে তৈরি হয়েছিল, একটা সময় এসে দেখলাম যে আমি আমার মতো করে কাজ করতে পারছিলাম না। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। আবার লেখালেখি নিয়েও ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়েও ব্যস্ত ছিলাম। একটা সময় ভাবলাম, এটা তো আমার জগৎ। ভাবনার এ সময়টায় দীপ্ত টিভি যখন ভীষণ আন্তরিক হয়ে ঈদের জন্য একটি কাজ করতে বললেন, তখন আসলে আর তাদের আন্তরিকতাকে প্রত্যাখ্যান করতে পারিনি।’ 

তনিমা হামিদ বলেন, ‘আমি মাকে তিনজন অভিনেত্রীর নাম দিয়ে বলেছিলাম, ‘মা এ তিনজন থেকে যেকোনো একজনকে নিয়ে তুমি কাজটি করতে পার। কিন্তু মায়ের একটাই কথা, ‘‘আমি দীপ্ত টিভিকে কথা দিয়েছি, তোমাকেই কাজ করতে হবে।’’ আমার আর পালিয়ে যাওয়া হলো না। তবে হ্যাঁ, মায়ের নির্দেশনায় কাজ করতে ভীষণ ভালো লাগে। মা ভীষণ খুঁতখুঁতে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে অভিনয় করতে এসে কিছুটা নার্ভাস ছিলাম আমি। জাহিদ ভাই ও মা ভীষণ সহযোগিতা করেছেন।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫