আকুর পরিচালনা পর্ষদের ৫২তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: জুন ০৩, ২০২৪

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পরিচালনা পর্ষদের ৫২তম সভা সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আকুর বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বৈঠকে নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর, সেন্ট্রাল ব্যাংক অব ইরানের ভাইস গভর্নর, বেলারুশের ন্যাশনাল ব্যাংকের ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান, সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার সহকারী গভর্নর, মালদ্বীপ মনিটারি অথরিটির সহকারী গভর্নর এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক অংশ নেন। এছাড়া সেন্ট্রাল ব্যাংক অব মিয়ানমারের গভর্নর এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের ডেপুটি গভর্নরও ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে বৈঠকে উপস্থিত ছিলেন। তেহরানে অবস্থিত আকুর সচিবালয়ের মহাসচিবও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ‘লিঙ্কেজ অ্যান্ড ইন্টিগ্রেশন অব পেমেন্ট সিস্টেমস অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন এসিইউ মেকানিজম’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ২০২৫ সালে ৫৩তম আকুর পরিচালনা পর্ষদের সভা আয়োজনের জন্য সেন্ট্রাল ব্যাংক অব মিয়ানমারকে নির্বাচন করা হয়। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫