এনআরবিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশ: জুন ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ব্যাংকটির উদ্যোক্তা ফারসতাহ আলী তার স্ত্রী ড. শাহানার বেগমকে (সাধারণ বিনিয়োগকারী) উপহার হিসেবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। অন্যদিকে আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মির্জা আরজু তার ভাই আকতারুল ইসলামকে (প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। গত ২৯ মে শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছিলেন তারা।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৮ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত মুনাফা কমেছে ৫৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা, আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৮ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫