বাইডেনের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে মেরুকরণ

প্রকাশ: জুন ০৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির তিন স্তরের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। বাইডেনের প্রস্তাব মেনে নিলে জোট সরকার থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন কট্টর ডানপন্থী দুজন মন্ত্রী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির বলেন, ‘‌আমরা হামাসকে নির্মূলের আগে যে কোনো ধরনের চুক্তির বিরোধী।’ অন্যদিকে যুদ্ধবিরতির পরিকল্পনায় নেতানিয়াহু রাজি হলে তাকে সমর্থনের অঙ্গীকার জানিয়েছেন বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। খবর বিবিসি ও রয়টার্স

এর আগে নেতানিয়াহু নিজেও ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যদিও পরে তার দুজন উপদেষ্টা বলেন, ‘‌বাইডেনের পরিকল্পনাটিকে ‘ভালো চুক্তি’ হিসেবে বিবেচনা না করলেও আমরা সম্মত হয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মটরিচ বলেন, ‘‌যুদ্ধবিরতির প্রস্তাবিত রূপরেখা মেনে হামাসকে নির্মূল না করে ও সব জিম্মিকে ফিরিয়ে না এনেই যুদ্ধ শেষ করার ঘোষণা দিলে এই সরকারের সঙ্গে থাকব না।’

তার সঙ্গে সুর মিলিয়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন-গেভিরও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘‌এ ধরনের চুক্তির মানে হলো যুদ্ধের অবসান এবং হামাসকে নির্মূল না করা। এই চুক্তির মাধ্যমে সন্ত্রাসকে বিজয়ী ও ইসরায়েলের নিরাপত্তাকে হুমকিতে ফেলা।’ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয়ে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পার্লামেন্টে বেন-গেভিরের দল ওটজমা ইয়েহুদিত পার্টির আছে ছয়টি আসন। আর স্মটরিচের দল জায়োনিজম পার্টির রয়েছে সাতটি আসন। ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট সরকারের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ক্ষমতায় থাকতে এই দুই দলসহ আরো কয়েকটি দলের সঙ্গে জোট করতে হয়েছে তার সরকারকে।

অবশ্য নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হলে তার সরকারকে সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ ইয়ার লাপিদ। পার্লামেন্টে তার দল ইয়েশ আটিদের আসনসংখ্যা ২৪।

লাপিদ বলেন, ‘‌বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করা কোনোভাবেই সমীচীন নয়। আমি নেতানিয়াহুকে নিশ্চিত করতে চাই, এই প্রস্তাব গ্রহণ করলে যদি তিনি সমর্থন হারানোর ভয় করেন তবে আমরা তাকে সমর্থন দেব।’ 

এদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিপরিষদের সদস্য বেনি গ্যান্টজ বলেছেন, ‘‌সরকার বন্দিবিনিময় চুক্তির বিস্তৃত রূপরেখার প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘‌যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে। তারা ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে। আমরা মার্কিন প্রেসিডেন্ট এবং সব মার্কিন বন্ধুর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে শতাধিক মানুষ। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৮৪-এ। আহত হয়েছে অন্তত আরো ৮২ হাজার ৫৭ জন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫