চলতি বছর ২০০০ কেবিন ক্রু নিচ্ছে ইতিহাদ

প্রকাশ: জুন ০৩, ২০২৪

চলতি বছর দুই ধাপে দুই হাজার কেবিন ক্রু নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। এর মধ্যে অর্ধেক নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকি এক হাজার কর্মী নেয়া হবে বছর শেষ হওয়ার আগেই। এভিয়েশন খাত সম্প্রসারণের অংশ হিসেবে জনবল বাড়াচ্ছে আবুধাবিভিত্তিক সংস্থাটি। গত এপ্রিলে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের মধ্যপ্রাচ্য সংস্করণে ‘লিডিং কেবিন ক্রু ২০২৪’ খেতাব পেয়েছে ইতিহাদ। ১১২টি জাতীয়তার কর্মী নিয়ে গঠিত ইতিহাদের কেবিন ক্রু টিমের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। উচ্চ বেতনের পাশাপাশি বাসস্থান, চিকিৎসা বীমা ও অন্যান্য ভাতার সঙ্গে থাকছে ডাইনিং, কেনাকাটা, অবকাশ যাপনসহ বিস্তৃত পরিসরে ডিসকাউন্ট। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫