বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশের

প্রকাশ: জুন ০২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সময়টা একবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। দলের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ এবং দুইটি ওয়ার্মআপ ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। সেখানে পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের ৩য় হারে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ গতকাল ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের প্রস্তুতিটা শেষ হয়েছে বাজেভাবে।হতাশাজনক প্রস্তুতির পাশাপাশি শরিফুল ইসলামের ইনজুরি নিয়ে ড্রেসিংরুমে বেড়েছে অস্বস্তি। ভারতের ইনিংসের শেষ ওভারে হাতে চোট পেয়েছেন এ পেসার। তাতে বাঁহাতি শরিফুলের হাতে লেগেছে ছয়টি সেলাই। এতে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবির এই চিকিৎসক এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘শনিবার প্রস্তুতি ম্যাচে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে তার বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরিফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

দুই দিন পরই শরিফুলের আসল অবস্থা বোঝা যাবে উল্লেখ করে দেবাশীষ বলেছেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো। তখন আসলে বুঝতে পারবো যে ওর ফিরতে কত সময় লাগবে। শরিফুলের গুরুত্বের কথা চিন্তা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যেন নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে।’

শনিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে ভারত। ম্যাচে দারুণ বোলিং করেছিলেন শরিফুল। ৩.৫ ওভারে এক উইকেট নিয়েছেন২৬ রান দিয়ে। নিজের কোটার শেষ বলটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে চোটে পড়েন তিনি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫