৭০ টাকায় চিনি ১০০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

প্রকাশ: জুন ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে পুরো মাসজুড়ে চারটি নিত্যপণ্য বিক্রি করা হবে বলে সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার বিক্রি কার্যক্রমে একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০, চিনি ৭০ ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫