হিলিতে দেশী পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

প্রকাশ: জুন ০২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

হিলিতে এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৬৫ টাকা। বর্তমানে তা বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘‌দেশী পেঁয়াজের ভালো সরবরাহ থাকায় বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল। অন্যদিকে নিষেধাজ্ঞা উঠিয়ে পেঁয়াজ রফতানির অনুমতিও দিয়েছিল ভারত। কিন্তু শুল্ক বহাল থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লাভবান হতে পারছেন না ব্যবসায়ীরা। তাই আমদানি বর্তমানে বন্ধ।’

তিনি আরো বলেন, ‘‌আমদানি বন্ধ থাকার কারণে মোকামগুলোয় পেঁয়াজ মজুদ করে দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদাররা। সেই সঙ্গে অনেক কৃষক বাড়তি দামের আশায় পেঁয়াজ মজুদ রেখে অল্প করে পেঁয়াজ বিক্রি করছেন। এতে মোকামে পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এক সপ্তাহ আগে মোকামে প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা বিক্রি হলেও বর্তমানে ‌আমাদের মণপ্রতি ২ হাজার ৮০০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে, যা আগের দামের তুলনায় ৪০০-৫০০ টাকা বেশি।’

আবুল হাসনাত আরো জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পণ্যটির সরবরাহ বাড়বে। সরবরাহ বাড়লে বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫