সাংহাইয়ের উৎসবে মনোনীত কামার আহমাদের ‘শিকলবাহা’

প্রকাশ: মে ৩১, ২০২৪

ফিচার প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন। আন্তর্জাতিক অঙ্গনেও তার সিনেমা আলোচিত ও সম্মানিত। সাইমনের নতুন সিনেমা শিকলবাহা। এটি মনোনীত হয়েছে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’-এ। উৎসব কর্তৃপক্ষের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, এ বছর সাংহাইয়ে প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। যার মধ্যে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে শিকলবাহা ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখস্তান ও ইরানের মাত্র ১৪টি ছবি। 

তবে নতুন বলতে শিকলবাহা ততটাও নতুন নয়। এর কাজ শুরু হয়েছিল ১০ বছর আগে। ২০১৪ সালে কানের ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ নির্বাচিত ১০টির মধ্যে ছিল এ ছবির স্ক্রিপ্ট, তখন এর নাম ছিল ‘শঙ্খধ্বনি’। উল্লেখ্য, এ ছবির জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট ও জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।

সে সিনেমা শেষ হতে ১০ বছর কেন লাগল? এমন প্রশ্নের জবাবে কামার বলেন, ‘শিকলবাহা আমার প্রথম লেখা স্ক্রিপ্ট। কিন্তু এটা শুরু করার আগেই “‍শুনতে কি পাও!” ছবিতে ঢুকে পড়েছিলাম, এরপর “‍নীল মুকুট”, “‍অন্যদিন...” এ ছবিগুলা বানাতে বানাতে কখন যে সময় চলে গেল। আমার আসলে স্ক্রিপ্ট থেকে ছবিতে যেতে অনেক সময় লাগে। অনেকেই দেখি বছর বছর ছবি বানান, এটা আসলে আমার ক্যাপাসিটির বাইরে। ছবি নিয়ে আমার মধ্যে কোনো তাড়া কাজ করে না, বরঞ্চ একটা ছবি নিয়ে বছরের পর বছর ডুবে থাকতে আমার বেশি ভালো লাগে।’

এ বছর গোল্ডেন গবলেটের মূল প্রতিযোগিতার জুরি প্রেসিডেন্ট ভিয়েতনামি বংশোদ্ভূত ফরাসি জাতীয় পুরস্কার ‘সিজার অ্যাওয়ার্ড, কানে সেরা পরিচালক ও ক্যামেরা দ্য’র বিজয়ী নির্মাতা ট্রান আনহুং। এর আগে নুরি বিলগে চেলান, আন্দ্রে জিয়াগিন্সভে, ওং কার-ওয়াওইয়ের মতো বিশ্বনন্দিত নির্মাতারা সাংহাইয়ের গোল্ডেন গবলেটের মূল প্রতিযোগিতায় জুরি চেয়ারের দায়িত্ব পালন করেছেন।

সাংহাইয়ে শিকলবাহা প্রিমিয়ারের নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রযোজক সারা আফরীন বলেন, ‘ইউরোপিয়ান প্রোগ্রামাররা বাংলাদেশের ছবি হিসেবে শিকলবাহার পোস্টারে হিজাব খুঁজেছিল, বিষয়টা ভালো লাগেনি। তাই এশিয়ার বৃহত্তম উৎসবের মূল প্রতিযোগিতার আমন্ত্রণ লুফে নিয়েছিলাম। নিজেদের মতো করে নিজেদের গল্প বলার চেষ্টা তো সেই “‍শুনতে কি পাও!”-এর সময় থেকেই ছিল।’

শিকলবাহার কেন্দ্রীয় রুবা চরিত্রে নতুন মুখ ফৌজিয়া করিম অনু। তিনি বলেন, ‘প্রথম ছবিতেই সাংহাইয়ের মূল প্রতিযোগিতা, তাও কামার ভাইয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ডিরেক্টরের ফিল্ম। শিকলবাহার সেটে গিয়ে শুটিং নিয়ে আমার ধারণা পুরোপুরিই পাল্টে গেছে। মজার ব্যাপার হচ্ছে, কামার ভাই বা সারা আপা কখনই চরিত্রটি কেমন হবে তা বলে দেননি। বরং আমাকে হেল্প করেছেন রুবাকে খুঁজে বের করতে।’

পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীনের সঙ্গে শিল্পী ফৌজিয়া করিম অনুকেও উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত ১০ দিনের আমন্ত্রণ জানিয়েছেন সাংহাই চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এ সময় তাদের একটি প্রেস কনফারেন্স আর শিকলবাহার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়ার কথা আছে। মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এ ইভেন্টের লাল গালিচায় আমন্ত্রণ আছে কামার, সারা ও অনুর। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫