পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ

প্রকাশ: মে ২৭, ২০২৪

নতুন একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য এ গ্রহ আকারে পৃথিবীর চেয়ে ছোট, কিন্তু শুক্রের চেয়ে বড়। এর নাম দেয়া হয়েছে গ্লিস ১২বি। বিজ্ঞানীদের দুটি দল যৌথভাবে গ্রহটি আবিষ্কার করেছেন। তারা জানিয়েছেন, গ্লিস ১২বি একটি শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যা আমাদের সূর্যের আকারের প্রায় ২৭ শতাংশ। যেহেতু নক্ষত্রটি সূর্যের চেয়ে অনেক ছোট, তাই গ্লিস ১২বি এখনো বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। গ্রহটি প্রতি ১২ দশমিক ৮ দিনে তার কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করছে। খবর সিএনএন

টোকিওর অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের প্রকল্প সহকারী অধ্যাপক এবং গবেষণা দলের সহনেতা মাসায়ুকি কুজুহারা বলেন, ‘‌আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছের, নাতিশীতোষ্ণ ও পৃথিবীর আকারের গ্রহ খুঁজে পেয়েছি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫