কার হাতে উঠছে আইপিএল শিরোপা?

প্রকাশ: মে ২৬, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শিরোপার লড়াই। ম্যাচশেষে কোন দল শিরোপা উৎসব করবে? কলকাতা নাইট রাইডার্স কি জিতে নেবে নিজেদের তৃতীয় শিরোপা, নাকি দ্বিতীয়বারের মতো মুকুট পরবে সানরাইজার্স হায়দরাবাদ? শিরোপায় চুমু খাবেন শ্রেয়াস আইয়ার, নাকি প্যাট কামিন্স? এসব প্রশ্নের উত্তর মিলবে আজই।

 

কাগজে-কলমে ফেভারিট হিসেবেই ফাইনালে নামছে কেকেআর। শ্রেয়াস আইয়ারের দল রয়েছে দুর্দান্ত ফর্মে। রাউন্ড রবিন লিগ পর্বে টেবিলের শীর্ষস্থানে থেকে প্লে-অফে নাম লেখানো দলটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই সানরাইজার্সকে হারিয়ে সবার আগে ফাইনালে নাম লেখায়। অন্যদিকে, সানরাইজার্স দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে। নকআউটে দ্বিতীয়বারের মতো আজ দেখা হচ্ছে নাইট ও সানরাজার্সের। প্রতিশোধ নেয়ার সুযোগও এসেছে প্যাট কামিন্সের দলের সামনে।

 

২০১২ ও ২০১৪ সালে দুবার আইপিএল শিরোপা জয় করে কেকেআর। ওই দুটি আসরেই দলটির অংশ ছিলেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। ২০১৬ সালে প্রথমবার শিরোপার স্বাদ পায় সানরাইজার্স। সেবার দলটিকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫