ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশ: মে ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা ৮ ঘণ্টা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আবহাওয়ায় বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তাসলিম আহমেদ। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫