এন্টারপ্রাইজ ভার্সন চালু করেছে ক্যানভা

প্রকাশ: মে ২৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

এন্টারপ্রাইজ ভার্সন চালু করেছে গ্র্যাফিক ডিজাইন অ্যাপ নির্মাতা ক্যানভা। মূলত ব্যক্তি পর্যায়ের সুবিধাগুলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রসারিত করতে নতুন সংস্করণটি চালু করছে অস্ট্রেলিয়ান কোম্পানিটি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রায় এক দশক ধরে এমপাওয়ার এভরি পারসন টু ডিজাইন শিরোনামে কাজ করে যাচ্ছে ক্যানভা। এতদিন লক্ষ্য ছিল ব্যক্তি পর্যায়ে গ্র্যাফিক ডিজাইন শেখানো। তবে এবার সংস্থা বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডিজাইন সহায়তার দিকে মনোযোগ দিয়েছে সিডনিভিত্তিক অল ইন ওয়ান ভিজুয়াল কমিউনিকেশন প্লাটফর্মটি।

ক্যানভার প্রধান রবার্ট কাওয়ালস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি প্লাটফর্মের সব কর্মীকে দক্ষ করার মাধ্যমে কোম্পানিগুলোকে শক্তিশালী করে তোলা।’

কোম্পানিটি জানিয়েছে, এন্টারপ্রাইজে স্থানান্তরের বিষয়টি একটি স্বাভাবিক নিয়মেই হয়েছে। কারণ ফরচুনের ৫০০ কোম্পানির প্রায় ৯৫ শতাংশই এরই মধ্যে ক্যানভা ব্যবহার করছে।

ক্যানভায় বর্তমানে প্রতি মাসে ১৮ কোটি ৫০ লাখ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যা থেকে বছরে কোম্পানিটির আয় প্রায় ২৩০ কোটি ডলারের বেশি।

রবার্ট কাওয়ালস্কি বলেন, ‘ক্যানভার হোমপেজকে পুনরায় ডিজাইন করা হয়েছে। যাতে কোম্পানিগুলো এটিকে কাস্টমাইজ এবং তাদের নিজেদের ব্র্যান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারে। এছাড়া এর মধ্যে ক্লাস কনটেন্ট রাখার সুবিধা সংযুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, ওয়েবসাইট ও ভিডিও।’

তিনি আরো বলেন, ‘কনটেন্ট হাইলাইট করার জন্য টিম বা প্রশাসকদের জন্য একটি নতুন ফিচারও চালু করেছে ক্যানভা। যাতে তারা এটিকে শুধু ক্যামেরার মাধ্যমে কনটেন্ট তৈরির জন্য নয় বরং একটি প্রক্রিয়া হিসেবেও কাজে লাগাতে পারে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫