ফিরছে ডেভিড বেকহ্যামের বিদ্যুচ্চালিত গাড়ির কোম্পানি

প্রকাশ: মে ২৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

গত মার্চে বন্ধ হয়ে যাওয়ার পর আবারো কার্যক্রম চালু করছে ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের বিদ্যুচ্চালিত গাড়ির কোম্পানি। যুক্তরাজ্যে জীবাশ্ম জ্বালানিভিত্তিক গাড়ি বিক্রি নিষিদ্ধ করার বিলম্বকে কারণ দেখিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি রূপান্তরের কার্যক্রম বন্ধ রেখেছিল কোম্পানিটি। পরিবর্তিত বাজার চাহিদার সঙ্গে মিল রেখে কোম্পানি পুনর্গঠনের পর আবারো নিজেদের কার্যক্রম শুরু করছে। খবর বিবিসি

লুনাজ নামের কোম্পানিটি মূলত ডিজেল বা পেট্রলচালিত গাড়িকে বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরের কাজ করে। প্রাথমিকভাবে ক্ল্যাসিক গাড়িকে বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে ডেভিড লরেঞ্জ কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিতে বিনিয়োগ করেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। তখন নিজের একটি গাড়িও থেকে রূপান্তর করেছিলেন তিনি। তবে চলতি বছরের মার্চ নাগাদ পেট্রল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধের বিষয়টি ২০৩০ থেকে ২০৩৫ সালে পিছিয়ে দেয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় কোম্পানিটি। তবে বাণিজ্যিক গাড়ি রূপান্তরের কার্যক্রম এ সময়ে চালু ছিল। অবশেষে আবারো রূপান্তরের কাজে ফিরছে লুনাজ ব্র্যান্ডটি। কোম্পানিটি এখন সিলভারস্টোন পার্কের লুনাজ ডিজাইন ব্যান্ডের অধীনে যাত্রীবাহী গাড়িকে রূপান্তরের কাজ শুরু করবে। 

আগামী মৌসুমের প্রথম দিকে পরীক্ষামূলকভাবে ভারী যানবাহনের রূপান্তরের কাজও শুরু করবে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫