পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছেন তিন শতাধিক বাসিন্দা

প্রকাশ: মে ২৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

পাপুয়া নিউ গিনিতে এক ভূমিধসে তিন শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রামের এ ঘটনায় ১ হাজার ১০০টির বেশি বাড়ি চাপা পড়েছে। খবর রয়টার্স।

গতকাল শুক্রবার (২৪ মে) ভোর ৩টার দিকে রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এ ভূমিধসে সংঘটিত হয়। এতে শতাধিক বাসিন্দার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্ট (ডিএফএটি) জানিয়েছে, এঙ্গা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএফএটির এক মুখপাত্র বলেন, পোর্ট মোরেসবিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে আরো তথ্য পেতে পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে চারটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভূমিধসের কারণে পাপুয়া নিউ গিনির মহাসড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এখন উদ্ধারের জন্য একমাত্র বাহন হলো হেলিকপ্টার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫