গাজীপুর শহরের প্রধান সড়ক চলাচলের অনুপযোগী

প্রকাশ: মে ২৪, ২০২৪

মো. হাজিনুর রহমান শাহীন, গাজীপুর

দীর্ঘদিন সংস্কার না করায় গাজীপুর শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। কার্পেটিং মাটি বের হয়ে গিয়েছে বেশির ভাগ স্থানে। শিববাড়ী থেকে হাড়িনাল পর্যন্ত সড়কের বেশির ভাগই এখন চলাচলের অনুপযোগী।

নগরবাসী বলছেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন লাখ লাখ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। একটি শহরের প্রধান সড়ক দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে, অথচ কারো নজরে আসে না, এটা দুঃখজনক।

সড়কটিতে আগে কার্পেটিং করা ছিল। এখন কার্পেটিং করে মেরামত করলে টিকবে না। এটি আরসিসি ঢালাই করে নির্মাণ করতে হবে। সড়কটি নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরজমিনে দেখা গেছে, শহরের প্রধান মসজিদের সামনে, মুক্তমঞ্চের আশপাশে, রেললাইনের দুই পাশ, সিটি করপোরেশনের গেটের পাশ, প্রধান ডাকঘরের সামনে গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে রেললাইনের দুই পাশের অবস্থা বেশি খারাপ। প্রায় সময় এখানে যানবাহন উল্টে বা আটকে যায়। সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের অফিস, বিভিন্ন সরকারি অফিস এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও নগর ভবনে যাতায়াত করতে হয়। এছাড়া শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে থাকে হাঁটুপানি।

জয়দেবপুর বাজারের ব্যবসায়ী হৃদয় হাসান বলেন, ‘নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা গাজীপুর সিটিকে ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।’

গাজীপুর এতিহ্য ও উন্নয়ন সংগঠনের প্রচার সম্পাদক সামসুল আলম শিবলী বলেন, ‘আমরা বরাবরই উন্নয়নবঞ্চিত। একটি শহরের প্রধান সড়ক দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে। অথচ কারো নজরে আসে না, এটা দুঃখজনক।’

সড়কটি মেরামতের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ বণিক বার্তাকে বলেন, ‘সড়কে আগে কার্পেটিং করা ছিল। এখন কার্পেটিং করলে টিকবে না। এজন্য আরসিসি ঢালাই করতে হবে। শিববাড়ী বিআরটিএ স্টেশন থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত ৫৫৫ মিটার সড়ক নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম বলেন, ‘রোজার ঈদের আগে সড়কের কিছু অংশ সংস্কার করা হয়েছিল। পরে বৃষ্টিতে আবার নষ্ট হয়ে গেছে। সড়কটি আরসিসি করার জন্য এরই মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আশা করি, দ্রুত সময়ে সংস্কারকাজ শুরু করা যাবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫