শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার পেল বিএইচবিএফসি

প্রকাশ: মে ২৪, ২০২৪

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পৃরস্কৃত হয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম লোন’ (এসএইচএল) শীর্ষক ডিজিটাল সেবার আওতায় ঋণ বিতরণ পদ্ধতিটি সব অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উদ্ভাবনী ধারণাগুলোর (ইনোভেটিভ আইডিয়া) মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে বিএইচবিএফসিকে এ পুরস্কার প্রদান করে। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম এফআইডি সচিব ও অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুর রহমান খানের হাত থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫