ভারতে উৎপাদন শুরু করবে নেটগিয়ার

প্রকাশ: মে ২৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

নেটওয়ার্কিং সলিউশন পরিষেবা কোম্পানি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নেটগিয়ার। সম্প্রতি কোম্পানিটি আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশটিতে উৎপাদন কার্যক্রম শুরুর কথা জানিয়েছে। এর মাধ্যমে সরকারের প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএআই) স্কিমের সহায়তা পেতেও আগ্রহী কোম্পানিটি। খবর ইট টেলিকম।

এক সাক্ষাৎকারে নেটগিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস প্রোবার বলেন, ‘‌ভারতের অভ্যন্তরীণ বাজারে সফল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ কারণে অঞ্চলটিতে বিনিয়োগ করার বিষয়ে কাজ চলছে।’ 

চলতি বছরের জানুয়ারিতে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন প্রোবার। তিনি জানান, অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন শুরু হলে আরো বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। 

নেটগিয়ারের প্রধান নির্বাহী বলেন, ‘‌অন্য অঞ্চলগুলোর তুলনায় ভারতে কোম্পানির ব্যবসা দ্রুত বাড়বে বলে মনে করছি। দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর বিষয়ে আমরা আশাবাদী। এছাড়া বর্তমানে এ অঞ্চলে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেটির সুবিধা গ্রহণের বিষয়েও আমরা আগ্রহী।’

প্রডাকশন লিংকড ইনসেনটিভ স্কিমের (পিএলআই) অধীনে এখন পর্যন্ত টেলিকম কোম্পানিগুলো আড়াই হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেলিকম ও নেটওয়ার্কিং-সংক্রান্ত পণ্যের জন্য পিএলআই স্কিম চালু করা হয় এবং ১২ হাজার ১৯৫ কোটি রুপি বিনিয়োগের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়। 

অন্যদিকে সম্প্রতি বেঙ্গালুরুতে নিজেদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের পরিধি বাড়িয়েছে নেটগিয়ার। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক কোম্পানি দীর্ঘমেয়াদে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে। 

চার্লস প্রোবার বলেন, ‘‌বর্তমানে আমাদের সেলস টিমের পরিধি বাড়ানো হচ্ছে। ভারতের ২০টি শহরে আমাদের কার্যক্রম চলমান। চলতি বছরের শেষ নাগাদ ৩০টি শহরে কার্যক্রম পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫