সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের

প্রকাশ: মে ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বণিক বার্তাকে বলেন, দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য আবেদন করে দুদক। এ আবেদনে সন্তুষ্ট হয়ে আদালত তার সম্পত্তি জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেন। জব্দকালীন এ সময়ে কোনো সম্পত্তি ট্রান্সফার করা যাবে না। সেই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে টাকাও উত্তোলন করা যাবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫