ভারতের তুলা রফতানি ২৭% বাড়ার পূর্বাভাস

প্রকাশ: মে ২৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ভারতের ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে তুলা রফতানি আগের মৌসুমের তুলনায় ২৭ শতাংশ বাড়ার পূর্বাভাস মিলেছে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়। খবর দ্য ইকোনমিক টাইমস। 

সিএআই জানায়, গত বছরের অক্টোবরে ২০২৩-২৪ উৎপাদন মৌসুম শুরু হয়েছে। মৌসুম শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এ মৌসুমে 

তুলা রফতানির পরিমাণ দাঁড়াবে ২৮ লাখ বেলে (প্রতি বেলে ১৭০ কেজি)। গত মৌসুমে যা ছিল ২২ লাখ টন।

সিএআইয়ের প্রেসিডেন্ট অতুল গানাত্রা বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতীয় তুলার দাম ৮-১০ শতাংশ কমেছে। তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় বিদেশী ক্রেতাদের কাছে চাহিদা বেড়েছে লক্ষণীয় মাত্রায়। মূলত বাংলাদেশ, চীন ও ভিয়েতনাম ভারতীয় তুলার প্রধান ক্রেতা।’ 

সিএআই জানায়, চলতি মৌসুমে ভারতে ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে। গত মাসেও একই পূর্বাভাস দিয়েছিল অ্যাসোসিয়েশন। তবে গত মৌসুমের তুলনায় এবার উৎপাদন কমে আসবে বলেও জানানো হয়েছে। রফতানির পাশাপাশি পণ্যটির আমদানি গত মৌসুমের তুলনায় ৭ লাখ ৯০ হাজার টন বাড়ার পূর্বাভাসও দিয়েছে সিএআই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫