অসম্পূর্ণ তথ্যে ভরা ঠাকুরগাঁওয়ের তথ্য বাতায়ন

প্রকাশ: মে ২৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I ঠাকুরগাঁও

সরকারি তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে দিতে দেশে চালু রয়েছে জাতীয় তথ্য বাতায়ন। তবে অনিয়মিত হালনাগাদ, ভুল ও অসম্পূর্ণ তথ্যে ভরা ঠাকুরগাঁওয়ের তথ্য বাতায়ন। এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।

জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ দপ্তরের তথ্য হালনাগাদ করা হয়নি। ২৭টি দপ্তরের তথ্য পেলেও তাতে রয়েছে অসংগতি। বেশ কয়েকটি দপ্তরের তথ্য হালনাগাদ হয়নি কয়েক বছর ধরে।

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহসান বলেন, ‘একটি দপ্তরের প্রধান বদলি হয়ে সিলেটে গেছেন পাঁচ বছর আগে। অথচ তার তথ্য এখনো রয়েছে।’ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, ‘দ্রুত জেলার বিভিন্ন দপ্তরের তথ্য বাতায়ন হালনাগাদ করা হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫