মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে বোমা হামলার অভিযোগ

প্রকাশ: মে ২২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে হাতবোমা হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধলক্ষ্মীগঞ্জ এলাকায় সাংবাদিক বেলাল খানের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

বেলালের স্বজনরা জানান, লক্ষ্মীগঞ্জ গ্রামের আলী কাজীর ছেলে রাকিব কাজীর একটি ইটভাটা নিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন দৈনিক ভোরের ডাক ও নিউ এজ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল খান। সেখানে তিনি ইটভাটার অনিয়ম নিয়ে লেখালেখি করেন। এর জেরে বুধবার সকালে রাকিব ও তার দুই ভাই রাজীব এবং রায়হান লোকজন নিয়ে সাংবাদিক বেলালের বাড়িতে হামলা চালান। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটান তারা। ঘরের ভেতর প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাটেরও অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে পালিয়ে যান হামলাকারীরা। এ সময় ঘরের সামনে অক্ষত একটি হাতবোমা পড়ে থাকতেও দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী আনোয়ারা বেগম বলেন, ‘হঠাৎ কয়েকটি বোমার আওয়াজ শুনে কাছে ছুটে আসি। দেখি, আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকজন দৌঁড়ে যাচ্ছে। তখন রাকিব কাজী ও রায়হান কাজীসহ ৭-৮ জন ছিল। অনেকের আবার মুখ বাঁধা ছিল। সাংবাদিক বেলাল খানের বাড়িতে এসে পরে সব ঘটনা দেখি ও শুনি।’

সাংবাদিক বেলালের স্ত্রী নুর নাহার টুলু বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে রাকিব কাজী লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে। চারদিক থেকে লোকজন এসে ককটেল মেরে আতঙ্ক ছড়ায়। লুটপাটও করে তারা। পরে চিৎকার-চেঁচামেচি করলে পালিয়ে যায় হামলাকারীরা।’

অভিযুক্ত রাকিব কাজী বলেন, ‘আমার সঙ্গে সাংবাদিকের পরিবারের কোনো বিরোধ নেই। কিন্তু বেলাল খান ও তার পরিবারের লোকজন আমাদের ওপর ক’দিন আগে হামলা করেছে। এ হামলায় আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ জন্য উল্টো এ ঘটনা থামাচাপা দিতে নিজেরাই হাতবোমা ফাটিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫