সাংবাদিক নেতাদের হুঁশিয়ারি

বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার না ফিরলে কঠোর আন্দোলন

প্রকাশ: মে ১৬, ২০২৪

বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশাধিকার ফিরে পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, অবিলম্বে সংবাদকর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

গতকাল রাজধানীতে এক সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইআরএফের নেতারা এ হুঁশিয়ারি দেন। ‘সাংবাদিকদের প্রবেশাধিকারে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে নেতৃবৃন্দকে অবহিতকরণ’ শীর্ষক এ সভা হয় ইআরএফ কার্যালয়ে। সাংবাদিক নেতাদের এ অবস্থানে পূর্ণ সমর্থন জানিয়েছেন সম্পাদক পরিষদ ও নোয়াবের শীর্ষ নেতৃত্ব।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫