আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা

রংপুর বিভাগের কমিশনারকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

প্রকাশ: মে ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। গতকাল বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের আদালত এ নির্দেশ দেন।

রিট মামলায় আবেদনকারী হলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট ছারওয়ারা আহাদ চৌধুরী, অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। অন্যদিকে বিবাদীরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও সব বিভাগের বিভাগীয় কমিশনারসহ মোট ২১ জন। এইচআরপিবির পক্ষে মামলাটি শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

উল্লেখ্য, সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ চেয়ে জনস্বার্থে এইচআরপিবি একটি রিট পিটিশন দায়ের করলে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত রংপুরের বিভাগীয় কমিশনারকে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫