লংগদুতে কাপ্তাই হ্রদ ভরাট

পাইপ সরিয়ে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড

প্রকাশ: মে ১৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের ঘটনায় পাইপলাইনটি সরিয়ে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল মাইনীমুখ বাজার এলাকায় কাপ্তাই হ্রদ ভরাটের কাজে ব্যবহৃত লোহার পাইপলাইনটি খুলে দেয় পাউবো। তবে স্থানীয় প্রশাসন হ্রদ ভরাটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়ার কথা জানালেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। জেলা প্রশাসন বলছে, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গে জানতে চাইলে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পাইপ তুলে নিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, কাজ বন্ধ করে রেখেছে।

এর আগে মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগ ওঠে মাইনীমুখ ইউনিয়নের চেয়ারম্যান কামার হোসেন কমলসহ কয়েকজনের বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তর প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যান, বাজার সমিতির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেকাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

ব্যাপারে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক বলেন, ‘পরিবেশের এত বড় ক্ষতি হয়ে গেল, তার দায়ভার কে নেবে। দুর্নীতির চেষ্টা হলো, এর দায় কে নেবে। রাষ্ট্রের টাকা খরচ করে পরিবেশের এত বড় ক্ষতি হলো কিন্তু জড়িতরা কেন শাস্তি পাবে না। যেখানে কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের জন্য আলোচনা, সেখানে নদী খননের বালি দিয়ে উল্টো হ্রদ ভরাট হলো। এটা বিপরীতমুখী কাজ হয়েছে। দুর্নীতিবাজ পরিবেশবিরোধীরা তো এসব কার্যক্রম করতেই চাইবে, প্রশাসনের কাজ এগুলোর বিরুদ্ধে তৎপর থাকা। সেখানে প্রশাসনের উদাসীনতা আমাদের ভাবিয়ে তুলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫