কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশ: মে ১৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতদের লিপন (৬) ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান (৮) মাঈদুলের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুঁড়িতে ওঠে শিশু দুজন খেলছিল। খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পড়ে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের হয়েছে।

উলিপুর থানা পুলিশের ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫