বিসিআরএল প্রকল্পের ৩ দিনব্যাপী টিওটি প্রশিক্ষণ

প্রকাশ: মে ১৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের অধীনে টিওটি প্রশিক্ষঅনুষ্ঠিত হয়েছে।

গত ১২ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শুরু হয়, যা শেষ হয় মঙ্গলবার (১৪ মে)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ লোকমান হোসেন।

অনুষ্ঠানে তিনটি অঞ্চলের ৫ জেলা ও ৯ উপজেলার বিসিআরএল প্রকল্পের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এর আগে রবিবার (১২ মে) টিওটি প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা উইংয়ের পরিচালক মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার রিসোর্স পার্সনরা প্রকল্পের নকশা অনুযায়ী প্রশিক্ষণ বক্তৃতা পরিচালনা করেন।

ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর প্রযুক্তিগত সহায়তায় প্রকল্পটি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) দ্বারা অর্থায়ন করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫