২০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

প্রকাশ: মে ১৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পদত্যাগ করছেন। এর মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটিতে তার দীর্ঘ দুই দশকের শাসনামলের সমাপ্তি ঘটবে। বুধবার (১৫ মে) রাতে ডেপুটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওংয়ের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। খবর বিবিসি।

১৯৬৫ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর সিঙ্গাপুর তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে, তিনজনই শাসক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) ছিলেন।

প্রথমজন ছিলেন লি’র বাবা লি কুয়ান ইয়ু, তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। তিনি দেশটিকে ২৫ বছর শাসন করেছেন।

বিশ্লেষকরা বলছেন এ দায়িত্ব হস্তান্তর সিঙ্গাপুরের রাজনৈতিক নেতৃত্বে বিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যা লি’র পরিবারের ছায়া থেকে সরে যাবে, যদিও লি মন্ত্রিসভায় একজন জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে থেকে যাবেন।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫