হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা

প্রকাশ: মে ১৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় রসুনের দাম বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।  

যদিও হিলি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে রসুনের যথেষ্ট সরবরাহ রয়েছে। কিন্তু এর পরও রসুনের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে পণ্যটি কেজিপ্রতি ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রকারভেদে ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে হিলি বাজারের রসুন বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘বেশ কিছুদিন ধরেই দেশী রসুন দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। সরবরাহ ভালো থাকায় রসুনের দামও কম ছিল। তবে এখন খেত থেকে যেসব রসুন উঠছে এর অধিকাংশই শুকনো রসুন। এসব রসুন বিক্রি না করে পরবর্তী সময়ে বাড়তি আয়ের আশায় অনেক কৃষক সংরক্ষণ করে রাখছেন, বাড়াচ্ছেন মজুদ। সেই সঙ্গে মোকামগুলোয় অনেক ব্যবসায়ী রসুন মজুদ করে রাখছেন। এতে করে রসুনের সরবরাহ আগের তুলনায় অনেকটা কমে গেছে।’ 

এদিকে রসুনের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে রসুন কিনতে আসা হায়দার হোসেন বলেন, ‘বাজারে রসুনের দাম অনেক বেশি। বাড়তি দামের কারণে সংসার চালাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের হিমশিম খেতে হচ্ছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫