বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ওয়ানপ্লাস

প্রকাশ: মে ১৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রযুক্তি ব্যান্ড ওয়ানপ্লাস। মঙ্গলবার (১৪ মে) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোম্পানিটির বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন ‘নর্ড এন৩০ এসই’র উন্মোচনের মাধ্যমে এ যাত্রা শুরু করে তারা। 

উন্মোচন অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশের বিক্রয়োত্তর সেবা পরিচালক মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দেব। 

আগামীকাল বুধবার (১৫ মে) থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে। আর শো-রুমে পাওয়া যাবে ২২ মে থেকে। 

ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং বলেন, সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; বাংলাদেশে যাত্রা শুরুর মধ্য দিয়ে আমরা এ লক্ষ্য পূরণের দিকে আরো একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করব, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ও আরো সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫