কণার সাফল্যের মুকুটে নতুন পালক

প্রকাশ: মে ১৪, ২০২৪

ফিচার প্রতিবেদক

শিল্পী হিসেবে আরেকটি স্বীকৃতি পেলেন দিলশাদ নাহার কণা। ‘বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেন তিনি। ১১ মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এ আয়োজন। সেখানে শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেলেন কণা। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় ‘তার হাওয়ায় চলে যে ডানা’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ওঠে তার হাতে। 

গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। গানটিতে কণার সহশিল্পী ছিলেন ইমরান মাহমুদুল। এতে পর্দায় লিপসিং করেছিলেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। অপারেশন সুন্দরবন সিনেমাটি পরিচালনা করেছিলেন দীপংকর দীপন। 

এ প্রাপ্তি নিয়ে দিলশাদ নাহার কণা বলেন, ‘যেকোনো আয়োজনের প্রথম আসরে স্বীকৃতি পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত বিএফডিএর প্রথম আসরেই শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বীকৃতি পাওয়ায়। ধন্যবাদ বিএফডিএর প্রথম আসরের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। জুরি বোর্ডের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে ২০২২ সালের শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য।’ 

অনুষ্ঠানের প্রশংসা করার পাশাপাশি পরবর্তী আয়োজন আরো জমকালো হওয়ার আশা প্রকাশ করেন তিনি। কণা বলেন, ‘প্রথম আসরেই যে চমক দেখিয়েছে বিএফডিএ, আমার বিশ্বাস আগামীতে এ আসর আরো পরিপাটি, আরো গোছানো ও আরো বর্ণাঢ্য হবে। অনুষ্ঠানে গিয়ে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি যে পুরো টিম অনেক শ্রম দিয়েছে।’

সহশিল্পী ও টিমকে স্মরণ করে তিনি বলেন, ‘সম্মাননা হাতে পাওয়ার সময় ভীষণভাবে মনে পড়ছিল এ গানে আমার সহশিল্পী ইমরানের কথা, গীতিকার সুদীপ কুমার দীপের কথা ও সংগীত পরিচালক অম্লান চক্রবর্তীর কথা। আগামীতে সিনেমায় আরো সুন্দর সুন্দর গান গাওয়ার প্রত্যাশা রাখি।’ 

এদিকে গত ঈদে মুক্তিপ্রাপ্ত মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় কণার গাওয়া ‘তেজপাতা’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কণা বলেন, ‘আমার জন্য সিনামায় গান গাওয়া সবসময় অনেক আনন্দের ও চ্যালেঞ্জের। তবে ওমর সিনেমার প্রয়োজনে ভিন্ন আঙ্গিকে গাওয়া তেজপাতা গানটি গাওয়া ছিল খুবই চ্যালেঞ্জিং এবং ভিন্ন এক অভিজ্ঞতা। সবার কাছে গানটি ভালো লেগেছে, এটাই অনেক ভালো লাগার।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫