আইপিএল ২০২৪

আজ জিতলেই শীর্ষস্থান নিশ্চিত হবে কলকাতার

প্রকাশ: মে ১৩, ২০২৪

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ রাতে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে প্লে-অফ খেলা নিশ্চিত করা কলকাতা আজ জিতলে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

 

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কলকাতা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান রয়্যালস। কলকাতা এক ম্যাচ জিতলেই শীর্ষস্থান ধরে রাখবে। কারণ, নিট রানরেটে তারা বেশ এগিয়ে। শ্রেয়াস আইয়ারদের নিট রানরেট ১.৪২৮। অন্যদিকে, দুইয়ে থাকা রাজস্থানের নিট রানরেট ০.৩৪৯। রাজস্থান ১৫ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ও ১৯ মে কলকাতার বিপক্ষে খেলবে।

 

এদিকে, রোববার রাতে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এজন্য ১৮ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততে হবে তাদের। চেন্নাই ১৩ রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে। বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। চেন্নাইকে হারিয়ে তাদের পয়েন্টে ধরে ফেলার ও নিট রানরেটে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলিদের। চেন্নাইয়ের নিট রানরেট ০.৫২৮, বেঙ্গালুরুর ০.৩৮৭।

 

এদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ। এক ম্যাচ কম খেলায় সুবিধাজনক অবস্থানে রয়েছে সানরাইজার্স। ১৬ জুন গুজরাটের বিপক্ষে ও ১৯ মে পাঞ্জাবের বিপক্ষে খেলবে এইডেন প্যাট কামিন্সের দল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫