আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

প্রকাশ: মে ১১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

আফগানিস্তানের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন। এছাড়া সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। গতকাল শুক্রবার (১০ মে) এ দুর্যোগের মুখোমুখি হয় দেশটি। খবর আনাদোলু।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় আফগানিস্তানের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত দুটি প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উত্তর বাঘলান প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সরকারি দপ্তরের প্রধান হেদায়তুল্লাহ হামদর্দ বলেন, ‘বন্যায় এ পর্যন্ত বুরকা, নাহরিন ও মধ্য বাঘলান জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে।’

উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ দপ্তরের প্রধান মোহাম্মদ আকরাম আকবরী বলেছেন, ‘তাসকান, ইয়াওয়ান ও তাগাব জেলায় বন্যা আঘাত হেনেছে। এতে প্রদেশের বাসিন্দারা উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।’

তাসকান জেলা থেকে বাদাখশানের সড়ক যোগাযোগ বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫