মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশ: মে ০৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, সম্পর্কে তার ভাই-বোন। গতকাল শুক্রবার (৩ মে) এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু মরিয়ম আক্তার (৭) ও আল-আমিন (৬) ওই এলাকার নূরে আলমের সন্তান। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ির পাশে খেলতে বের হয় মরিয়ম ও আল আমিন। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫