বিএনপির কর্মসূচিতে রুহুল কবির রিজভী

জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন

প্রকাশ: মে ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, তাদের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন, জনগণ তা জানতে চায়। জনগণের ভোট ডাকাতি করেছেন আপনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।’

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে গতকাল ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘তিনি বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে, তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন। বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কর ভাবমূর্তি লুকাতে চাচ্ছেন। কিন্তু প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লুকানো যায় না।’

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন। আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসাপ্রতিষ্ঠান সবই তো ক্ষমতাসীনরা দখল করেছে। বিদেশে তো তারা যাচ্ছে যাদের স্বজনরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে তারা। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে। যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, টাকা পাচার করেছে তাদের বিচার হয় না। যারা গরিব কৃষক, চাষের জন্য ৫ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছে তাদের ধরা হচ্ছে।’

বৈরী আবহাওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হলো আওয়ামী লীগের লুটেরা শ্রেণী। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী, নালা, খাল-বিল ভরাট করে, বন-জঙ্গল উজাড় করে লুটেরা শ্রেণী দেশকে মরুভূমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটেরাদের হাত থেকে পরিত্রাণ চায়।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫