ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু

প্রকাশ: মে ০৩, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ইসরায়েলের কারাগারে গাজার আল শিফা হাসপাতালের চিকিৎসক আদনান আল বারাশের (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

চার মাসেরও বেশি সময় আটক থাকার পর তার মৃত্যু হয়। তিনি আল শিফা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ছিলেন। উত্তর গাজার আল আওদা হাসপাতালে সাময়িকভাবে চিকিৎসাসেবা দেয়ার সময় তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিটি ও দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাদের মতে, নির্যাতনের ফলেই এ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করেনি। অন্য চিকিৎসকদের ভাগ্যে কী রয়েছে তা এখনো অজানা।

জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা নিষিদ্ধ। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী বারবার তাদের ওপর হামলা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ১ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। ইসরায়েলের কারাগারে ৩০৯ জন এখনো বন্দী রয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫