আরএসসি সাসটেইনেবিলিটি কাউন্সিলের সভা

প্রকাশ: মে ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আরএসসি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করার জন্য আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় বিজিএমইএ সভাপতি এম এ মান্নান (কচি) সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি ও আরএসসি পরিচালক মিরান আলী, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক মো. নুরুল ইসলাম ও পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর।

সভায় আরএসসির তালিকাভুক্ত পোশাক কারখানাগুলোর প্রতিনিধিরা, উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরএসসির কার্যক্রম ও এর অগ্রগতি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার মান সমুন্নত রাখার জন্য কারখানাগুলোয় প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫