ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দিচ্ছে ইউএপি

প্রকাশ: মে ০১, ২০২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমর্থন করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ইউএপি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ইউএপি কর্তৃপক্ষ ফিলিস্তিনের গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ৩০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম আলাউদ্দিন, মনজুর আহমেদ চৌধুরী, আবদুল মইন চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, কেএম মুজিবুল হক, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫