তীব্র গরমে শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপরে বাগেরহাট সদরের উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঘটনা ঘটে। পরে অভিভাবকরা তাকে হাসপাতালে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থী নবম শ্রেণির  শিক্ষার্থী সায়লা আক্তার সাথী। সে মরগাহাট গ্রামের মোশাররফ মেয়ে। অসুস্থ সায়লা বলে, ক্লাসের  টিনশেড হওয়ায় এবং লোডশেডিং থাকায় প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে যাই। এরপর হাসপাতালে নিয়ে আসে।

মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক হাসিবুর রহমান  মিত্রা বলেন, ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলে এসেছে  মাত্র ৪৮ জন। বেশিরভাগেই স্কুলে আসে না। এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে আমরা জেলা হাসপাতালে পাঠিয়েছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫