টানা ষষ্ঠবার দাম কমল স্বর্ণের

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসে টানা ষষ্ঠবার স্বর্ণের দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিকাল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ৯১ হাজার ২০১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮৩৯ টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫