প্রথম টি-টোয়েন্টি

ভারতকে ১৪৫ রানে আটকে দিল বাংলাদেশ

প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ রোববার প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের স্পিন ও গতি বোলারদের প্রতিরোধের মুখে ৭ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয় ভারতের নারীরা।

 

১৯ বছর বয়সী ডানহাতি লেগস্পিনার রাবেয়া খান (৩/২৩) ও আরেক ১৯ বছর বয়সী পেসার মারুফা আক্তার (২/১৩) দারুণ বোলিংয়ে ভারতকে বড় সংগ্রহ গড়তে দেননি। সফরকারী দলের হয়ে ইয়াস্তিকা ভাটিয়া ২৯ বলে ৩৬, শেফালি ভার্মা ২২ বলে ৩১, অধিনায়ক হারমানপ্রিত কাউর ২২ বলে ৩০ ও রিচা ঘোষ ১৭ বলে ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে মারুফা ও রাবেয়া ছাড়াও একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন।  

 

তৃতীয় ওভারের পঞ্চম বলে তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা। এ মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছিলেন ফারিহা। আজ শুরুটা ভালো করেও পরে আর উইকেট নিতে পারেননি তিনি।

 

ফারিহা ব্রেকথ্রু এনে দেয়ার পর রাবেয়া স্পিনে ঘায়েল করেন অজিদের।   

 

বোলাররা লড়াই করার মতো ভিত গড়ে দিলেন, দলকে জেতানোর দায়িত্ব এখন ব্যাটারদের। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫