মামলা

প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বিকালে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন শিল্প পুলিশ-৪-এর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। মামলায় ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্সের ৩০ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০০ জনকে আসামি করা হয়েছে। ২১ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শ্রমিকদের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫