বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৪

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। এসব দেশে ৯৯ হাজার ১৫০ মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। খবর ইকোনমিক টাইমস।

শনিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ মৌসুমে বিগত বছরের তুলনায় কম পেঁয়াজ উৎপন্ন হয়েছে। এর পরও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় পেঁয়াজ রফতানির অনুমতি দেয়া হলো। দেশগুলোয় পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) মূল সংস্থা হিসেবে কাজ করবে।

পেঁয়াজ কিনতে আগ্রহী দেশের নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে। তবে পেঁয়াজের মূল্য সম্পূর্ণ অগ্রিম পরিশোধ করতে হবে।

এদিকে ভারত সরকার ২ হাজার মেট্রিক টন সাদা পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশে এসব পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে।

সাদা পেঁয়াজ উৎপাদনে অতিরিক্ত খরচ হয়। কারণ পেঁয়াজ বীজের উচ্চ মূল্য, উন্নত মানের চাষ প্রক্রিয়া ও কঠোর নিয়মকানুন পরিপালনের প্রয়োজন হয়।

দেশটির মহারাষ্ট্র প্রদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে। এ প্রদেশ পেঁয়াজ রফতানির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে।

তবে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে সরকার চলতি বছরের রবি মৌসুমে ৫ লাখ টন পেঁয়াজ কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫