নেপাল রাষ্ট্র ব্যাংকের অসম্মতি

নাবিল ব্যাংকের শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি

প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির মালিকানাধীন নেপালের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নাবিল ব্যাংক লিমিটেড’-এর শেয়ার বিক্রির কথা ছিল। তবে এ বিষয়ে নেপাল রাষ্ট্র ব্যাংকের অনুমতি না পাওয়ায় শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংকের কাছে থাকা নাবিল ব্যাংকের শেয়ার বিক্রির বিষয়ে সারিকা চৌধুরী নামে একজনের সঙ্গে চুক্তি হয়েছিল। শেয়ার বিক্রি না হওয়ায় নাবিল ব্যাংকের প্রমোটার শেয়ারহোল্ডার হিসেবে কাজ করবে আইএফআইসি ব্যাংক। 

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৮৩০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৭১৩।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫