রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম বলেন, ‘বিগত বছর গুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নেয়া জিএসটি ভর্তি পরীক্ষা সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আমাদের আন্তরিকতা ও  সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। এ কারণে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকদেরকে। একইসঙ্গে তিনি বিগত বছরগুলোর মত এ বছরেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টজনদের প্রতি আহবান জানান। 

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, সাধারণ  সম্পাদক রিফাতুর রহমান ও বিভিন্ন  বিভাগের চেয়ারম্যানরা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।- বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫